চরম অস্বস্তিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়

চরম অস্বস্তিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়

চরম অস্বস্তিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় । যোগদান করতে এসে পতাকা না ধরে মঞ্চে কেঁদে ভাসালেন বহিষ্কৃত ডাকাবুকো নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ফুচু দা নামেই দমদম তথা উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনীতিতে যাঁর পরিচয় । ২০২২ সালে পুরসভার নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল । অথচ দক্ষিণ দমদম পুরসভার তিনি ছিলেন চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার । দল টিকিট না দেওয়ায় ১৫ নম্বর ওয়ার্ড থেকে সূর্য চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে ৯৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি । এরপর তাঁর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ সৌগত রায়কে গত দু'বছর একাধিকবার দেখা গিয়েছে । এমনকি একবার প্রকাশ্য সভায় দল থেকে সাসপেন্ড হওয়া দেবাশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান হওয়ার যোগ্য বলে মন্তব্য করতেও শোনা গিয়েছিল সৌগত রায়কে । সোমবার লোকসভা নির্বাচন নিয়ে দমদম বিধানসভার অধীনে ১৭ টি ওয়ার্ডের পুর প্রতিনিধি ও তৃণমূল কর্মীদের নিয়ে এক কর্মীসভার ডাক দেওয়া হয় দমদম সুরেরমাঠ রবীন্দ্রভবনে ।


এই কর্মীসভা থেকে ঘোষণা করা হয় দলের নির্দেশ না মেনে নির্দল হিসেবে দাঁড়িয়ে জয়ী রীতা রায়চৌধুরী এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও এক ডাকাবুকো নেতা প্রবীর পাল ওরফে কেটি-কে দলে ফিরিয়ে নেওয়া হবে । এরপরেই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং প্রার্থী সৌগত রায় এবং উপস্থিত দলের অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মীদের সামনে ঘটল নাটকীয় কাণ্ড । মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের পতাকা হাতে না নিয়ে বেরিয়ে যান হল থেকে । এরপর বাইরে এসে জানান, ৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম । কয়েকজনের কথায় আমাকে টিকিট দেয়নি দল । তা সত্ত্বেও নির্দল হয়ে ৯৬ শতাংশ ভোট পেয়েছি । তাঁদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে । এভাবে যোগ দেওয়া যায় না । লোকসভা ভোটের মুখে এমন ঘটনা চরম অস্বস্তিতে ফেলেছে দলকে ।