রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিনহাটা গ্রামে
খবর সাতদিন ডেক্স: ছোট আটিয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসির। সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখিয়ে এলাকার বাসিন্দারা জানান ভোটের আগে রাস্তা সংস্কার না হলে কেউ ভোট দেবেন না। দিনহাটা ১ নাম্বার ব্লকের ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ছোট আটিয়াবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থা এমনটাই অভিযোগ স্থানীয়দের। গোটা রাস্তায় অল্প বৃষ্টিতে কাদায় পরিপূর্ণ হয়ে যায় যার ফলে সেখানে চলাচল করতে গেলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রাস্তা সংস্কার দাবীতে পথে নেমেছেন এলাকার মহিলারা। তাদের একটাই দাবি যদি লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কার করে দেওয়া না হয় তাহলে তারা ভোট দেবেন না। এদিকে এলাকায় বিক্ষোভের পাশাপাশি দিনহাটা সাহেবগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এরপরেই দিনহাটা থানার পুলিশ পৌছায় ঘটনা স্থলে এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে। এরপর পুলিশি আশ্বাসে উঠে যায় অবরোধ।