অস্তিত্ব বাড়ছে গেরুয়া শিবিরের! কেন্দ্রীয় মন্ত্রীদের উপর তোলাবাজি ও হুমকির অভিযোগ
আগস্ট মাসে কর্নাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৫০ কোটি টাকা দাবি করেছিলেন কুমারস্বামী এবং রমেশ গৌর। পরবর্তীকালে সেই টাকা তাদেরকে ফেরত দিতে তিনি অস্বীকার করেন। এবং তাকে খোদ হুমকি দেয় কুমারস্বামী। জেডিএসের আর এক নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএসেরই প্রাক্তন নেতা প্রাক্তন বিজয় টাটা।বিজয় টাটা আরো বলেন যে, সে যদি টাকা না দেয় তাহলে তার ব্যবসার অবনতির দেখার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল তাঁকে।
খবর সাতদিন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ অক্টোবর: কর্ণাটকের বিজেপি মন্ত্রী কুমারস্বামী। তার উপর অভিযোগ এসেছে যে তিনি তোলাবাজির সঙ্গে যুক্ত আছে। তাঁরা জোটসঙ্গী হয়ে এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ফলে গেরুয়া শিবিরের অস্তিত্ব বাড়ছে। এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলি এনেছেন তাঁরই দলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য।
আগস্ট মাসে কর্নাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৫০ কোটি টাকা দাবি করেছিলেন কুমারস্বামী এবং রমেশ গৌর। পরবর্তীকালে সেই টাকা তাদেরকে ফেরত দিতে তিনি অস্বীকার করেন। এবং তাকে খোদ হুমকি দেয় কুমারস্বামী। জেডিএসের আর এক নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএসেরই প্রাক্তন নেতা প্রাক্তন বিজয় টাটা।বিজয় টাটা আরো বলেন যে, সে যদি টাকা না দেয় তাহলে তার ব্যবসার অবনতির দেখার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল তাঁকে।
এই বিজয়টাটা একসময় বিধানসভার পরিষদের সদস্য ছিল। এবং জেডিএসের শীর্ষ সারির নেতা ছিলেন। কয়েকদিন আগে পর্যন্ত দলের সমাজমাধ্যম শাখার সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি জমি-বাড়ির ব্যবসাও রয়েছে তাঁর। এই সব ব্যক্তিগত কারণে জন্য দলের থেকে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী তার বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ দায়ের করে এসেছেন।
যদিও দেবেগৌড়া এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। তাঁর সাফ কথা, "এসব উটকো অভিযোগ নিয়ে আমি কোনও জবাব দেব না। শিয়াল-কুকুর এসে অভিযোগ করলেও সেসবের জবাব দিতে হবে নাকি!" কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, কর্নাটক পুলিশ তাঁকে নোটিস দিলে তিনি এই অভিযোগ নিয়ে ভাববেন। তার আগে নয়।