দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি অঞ্চলে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ
ভোট যত এগিয়ে আসতেই শুরু বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ । এই নিয়ে উত্তপ্ত কুমিরমারি । দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি অঞ্চলে সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে । বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সরদারের অভিযোগ, বিজেপি কর্মীরা, দেওয়াল লিখেছিল সেই সময় তৃণমূলের লোকজন বিজেপির কর্মীদের এলোপাতাড়ি মারধর করে। অথচ পুলিশ বিজেপির কর্মীদেরকেই গ্রেফতার করেছে । যদিও জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল বলেছেন, হোলির দিনে তৃণমূলের কর্মী সমর্থকরা আনন্দ করছিল। সেই সময় বিজেপির কিছু গুন্ডাবাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে মারধর করে । তাদের মাথায় অস্ত্র ধরে । আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় কুমিরমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই নিয়ে তৃণমূল সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে । তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করেছে পুলিশ