মুর্শিদাবাদ জেলার শঙ্করপুর হাই মাদ্রাসায় উদযাপিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালন

উপস্থিত ছিলেন খবর সাতদিন E- পত্রিকার সম্পাদক সানোয়ার আলি ও মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মীবৃন্দ।

মুর্শিদাবাদ জেলার শঙ্করপুর হাই মাদ্রাসায় উদযাপিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালন

খবর সাতদিন ডেস্ক, 26 সেপ্টেম্বর: "সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর " যার মনিষা প্রাচীন ঋষিদের মত, কর্মক্ষমতা ইংরেজের মত এবং হৃদয়বো বাঙালী জননীর মত। যার সম্পর্কে এই উক্তি তিনি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ 26 সে সেপ্টেম্বর-2024 মুর্শিদাবাদ জেলার শঙ্করপুর হাই মাদ্রাসায় উদযাপিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালন। এই মহান মনীষীর নিরলস কর্ম প্রচেষ্ঠায় কুসংস্কারের পঙ্কে নিমজ্জিত সমাজ নবদিত আলোয় ভাস্কর হয়ে উঠেছিল। আজকের এই সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় আজিজুর রহমান মহামায়া মঞ্জু সঞ্চালনা করেন গোলাম কিবরিয়া, উপস্থিত ছিলেন খবর সাতদিন E- পত্রিকার সম্পাদক সানোয়ার আলি ও মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মীবৃন্দ।