রচনার প্রশ্নের কড়া উত্তর লকেটের

Political Spat between Locket Chatterjee and Rachna Banerjee

রচনার প্রশ্নের কড়া উত্তর লকেটের

রচনার প্রশ্নের কড়া উত্তর লকেটের । চন্দননগরে প্রচারে এসে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি প্রশ্ন করেছিলেন গতবারের সংসদ কি কাজ করেছেন তার খতিয়ান দিন, মুখে বললেই হবে না যে ১৭ কোটির কাজ করেছি । কি কি করেছেন সেটা আমরা জানতে চাই । বি জে পি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কড়া জবাব, উনি একেবারে নতুন তাই এই সম্পর্কে ধারণা নেই । বছরে পাঁচ কোটি আছে গত দু'বছর আসেনি, একসাথে ১৭ কোটি বেশি কাজ হয়েছে তার মধ্যে স্কুল, অ্যাম্বুলেন্স, লাইট সব আছে । আগে কাজ পরে খতিয়ান । রচনার সম্পর্কে লকেটের উক্তি উনি এখনও বুঝতে পারছে না যে কোন পার্টিতে এসেছেন ।
চুঁচুড়া বিধানসভার রাজহাটে ওলাবিবি মাতার পুজোয় আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । মানুষের মন জয় করতে মেলার মধ্যে থাকা মানুষের সাথে মিশে যান । মেলায় যেখানে হাজার হাজার মানুষের খাওয়ার জন্য রান্না হয়, সেখানে গিয়ে রান্নার কাজেও হাত লাগান লকেট । রাজহাট থেকে তিনি চলে যান বলাগরের সোমরা কলেশ্বরী মাতার মন্দিরে । সেখানে পূজো দিয়ে সেখানেও মানুষের সাথে মিশে যান বিজেপি প্রার্থী । বলাগরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । বলাগরে দাঁড়িয়ে তিনি বলেন,
চারিদিকে মোদীজি এবং বিজেপির প্রতি মানুষের ভালোবাসা দেখে তিনি নিশ্চিত, এই নির্বাচনে মোদীজিকে ৪০০ পার করার জন্য হুগলি থেকে আবারও পদ্ম ফুল পাঠাতে মানুষ সঙ্কল্পবদ্ধ ।