কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই হুলুস্থুল কান্ড
দমদম বিমানবন্দরের ডিরেক্টর পর্বতরঞ্জন বেউরিয়ার মতে, সোমবার বিকেল তিনটে নাগাদ বিষয়টি প্রথম নজরে আসে। সামাজিক মাধ্যমে "আই ওয়ান্না স্লিট ইওর থ্রোট" নামে একটি প্রোফাইল থেকে এই তথ্য ছড়ানো হয়। সেই বার্তায় দাবি করা হয়েছিল, কলকাতা বিমানবন্দরের অন্তত সাতটি বিমানে বোমা রাখা রয়েছে। সংশ্লিষ্ট সাতটি বিমানের মধ্যে পাঁচটি ইন্ডিগো সংস্থার এবং বাকি দুটি ভিস্তারার। খবরটি ছড়াতেই সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করে দেওয়া হয়।
খবর সাতদিন ডেস্ক, 29 অক্টোবর: সাম্প্রতিক সময়ে একাধিক বিমানবন্দরে বোমাতঙ্কের প্রভাব এসে পড়েছে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরেও। সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভুয়ো তথ্যের ভিত্তিতে সাতটি বিমানে বোমা থাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পরে দেখা যায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
ঘটনার সূত্রপাত
দমদম বিমানবন্দরের ডিরেক্টর পর্বতরঞ্জন বেউরিয়ার মতে, সোমবার বিকেল তিনটে নাগাদ বিষয়টি প্রথম নজরে আসে। সামাজিক মাধ্যমে "আই ওয়ান্না স্লিট ইওর থ্রোট" নামে একটি প্রোফাইল থেকে এই তথ্য ছড়ানো হয়। সেই বার্তায় দাবি করা হয়েছিল, কলকাতা বিমানবন্দরের অন্তত সাতটি বিমানে বোমা রাখা রয়েছে। সংশ্লিষ্ট সাতটি বিমানের মধ্যে পাঁচটি ইন্ডিগো সংস্থার এবং বাকি দুটি ভিস্তারার। খবরটি ছড়াতেই সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করে দেওয়া হয়।
অবিলম্বে পদক্ষেপ
বিমানবন্দরের বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি অবিলম্বে একটি জরুরি বৈঠক ডেকে পরিস্থিতির মূল্যায়ন করে। দমদম বিমানবন্দরের ডিরেক্টরের নেতৃত্বে এই কমিটি ঘোষণা করে যে হুমকিটি "অনির্দিষ্ট", তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সব ধরনের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়। এই সময় বিশেষ নজর রাখা হয় যাত্রীদের মধ্যে আতঙ্ক না ছড়ানোর দিকেও।
দেশব্যাপী ভুয়ো খবরের প্রভাব
গত ১৫ দিনে ভারতে ৪০০টিরও বেশি বিমানে এই ধরনের ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের বিমান পরিষেবায় ভুয়ো তথ্য ছড়ানোর কারণে একাধিক উড়ানের যাত্রাপথ বাধাপ্রাপ্ত হয়েছে। কিছু উড়ান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রওনা দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে।
সরকারি পদক্ষেপের পরিকল্পনা
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু সম্প্রতি জানিয়েছেন, এমন ভুয়ো খবর ছড়ানো রুখতে বিমান পরিষেবা আইনে কড়া সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে। বোমা সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানোয় জড়িতদের বিমানযাত্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবা হচ্ছে। তিনি আরও জানান, এই ধরনের অপরাধে কঠোর শাস্তি এবং জরিমানার ব্যবস্থার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, এবং শীঘ্রই এ বিষয়ে সরকারি নির্দেশ জারি হতে পারে।