সব আনন্দ মাটি দুর্গাপুজোয়! বৃষ্টিতে ভাসবে বঙ্গ? জানুন বিস্তারিত

বৃষ্টি পিছু ছাড়বে না উত্তরেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নতুন করে ধ্বস নামার আশঙ্কা বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন।

সব আনন্দ মাটি দুর্গাপুজোয়! বৃষ্টিতে ভাসবে বঙ্গ? জানুন বিস্তারিত

খবর সাতদিন ডেস্ক, পুস্পিতা বড়াল, 26 সেপ্টেম্বর: এখনই রেহাই নেই প্রবল দুর্যোগের হাত থেকে। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কাঁপানো বৃষ্টির (Rainfall) সতর্কতা জারি আবহাওয়া দফতরের। দুর্গাপুজোর (Durga Puja) ঠিক আগে আবহাওয়ার এমন পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে পুজোকর্তারা। দুর্যোগ চলবে আরও কতদিন? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি চলবে। মোটের ওপর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই পর্বে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রবল এই বৃষ্টির জেরে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির (Flood Situation) আশঙ্কা করা হচ্ছে। 

বৃষ্টি পিছু ছাড়বে না উত্তরেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নতুন করে ধ্বস নামার আশঙ্কা বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন।