এগারোজন সিভিক ভলেন্টিয়ারকে সম্মানিত সংবর্ধনা যাপন

জানা যায়, ইস্ট হিমালয় ওপেন ন্যাশনাল তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে ময়নাগুড়ি থানার চারজন সিভিক ভলেন্টিয়ার্স জেলা পুলিশের দল হিসেবে খেলায় অংশগ্রহণ করেন। সেই খেলায় স্বর্ণপদক জয় লাভ করেন। তাদের চারজনকে এদিন সংবর্ধনা তুলে দেন আইসি। এর পাশাপাশি সাতজন সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করার জন্য তাদের কেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এগারোজন সিভিক ভলেন্টিয়ারকে সম্মানিত সংবর্ধনা যাপন

খবর সাতদিন ডেস্ক, 29 অক্টোবর: মঙ্গলবার ময়নাগুড়ি থানার এগারো জন সিভিক ভলেন্টিয়ারকে সংবর্ধনা জ্ঞাপন করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। পাশাপাশি বিজয়া উপলক্ষ্যে সকলকে মিষ্টি মুখ করানো হয়। ভালো কাজ করলে তার সন্মান পাওয়া যায়। আর ঠিক যেন তাই থানার যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স ভালো কাজ করেছেন তাদের সম্মান জানালেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।

জানা যায়, ইস্ট হিমালয় ওপেন ন্যাশনাল তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে ময়নাগুড়ি থানার চারজন সিভিক ভলেন্টিয়ার্স জেলা পুলিশের দল হিসেবে খেলায় অংশগ্রহণ করেন। সেই খেলায় স্বর্ণপদক জয় লাভ করেন। তাদের চারজনকে এদিন সংবর্ধনা তুলে দেন আইসি। এর পাশাপাশি সাতজন সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করার জন্য তাদের কেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এই বিষয়ে থানার আইসি সুবল ঘোষ বলেন, " ময়নাগুড়ি থানার প্রতিটি সিভিক ভলেন্টিয়ার্স ভালো কাজ করছে। তবে যারা খুব ভালো কাজ করেছেন সেরকম সাতজনকে সম্মান জানানো হলো। এর সাথে সাথে আমাদের থানার চারজন সিভিক তাইকোন্ড চ্যাম্পিয়ন শিপে জলপাইগুড়ি জেলা পুলিশের দলে অংশ নেয় এবং সোনা জয়লাভ করেন। তাদের চারজনকেও সংবর্ধনা দেওয়া হল।"