বিজেপির বহিষ্কৃত নেত্রীকে তৃণমূলে যোগদানে ক্ষোভ তৃণমূলে

২০১৯ সালে দলীয় এক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন নেতৃত্বরা। অনুষ্ঠানের আগের দিন দলীয় কার্যালয়ে বসে যখন আলোচনা করছিলেন সেই সময় বিজেপির লিপি নন্দের নেতৃত্বে হামলা চালানো হয়। সেই ঘটনা তৎকালীন সাংগঠনিক ২নং ব্লকের সাধারণ সম্পাদক তথা মাধবডাঙ্গা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায়ের স্বামী দেবেন রায়কে হাতুর, বটম দিয়ে মারধোর করা হয়েছিল। সেই বিষয়ে এখনো মামলা চলছে।

বিজেপির বহিষ্কৃত নেত্রীকে তৃণমূলে যোগদানে ক্ষোভ তৃণমূলে

খবর সাতদিন ডেস্ক, 23 অক্টোবর: সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির বহিষ্কৃত নেত্রীকে যোগদান প্রত্যাহারের দাবিতে সাংবাদিক বৈঠক করলেন ময়নাগুড়ি ২নং সাংগঠনিক ব্লক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব।

বুধবার ময়নাগুড়িতে এই সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দেন তারা। সাংবাদিক বৈঠকে জানান, ২০১৯ সালে দলীয় এক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন নেতৃত্বরা। অনুষ্ঠানের আগের দিন দলীয় কার্যালয়ে বসে যখন আলোচনা করছিলেন সেই সময় বিজেপির লিপি নন্দের নেতৃত্বে হামলা চালানো হয়। সেই ঘটনা তৎকালীন সাংগঠনিক ২নং ব্লকের সাধারণ সম্পাদক তথা মাধবডাঙ্গা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায়ের স্বামী দেবেন রায়কে হাতুর, বটম দিয়ে মারধোর করা হয়েছিল। সেই বিষয়ে এখনো মামলা চলছে।

এছাড়াও, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগের কারণে সেই মহিলাকে বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে বলে অভিযোগ। সেই লিপি নন্দকে মঙ্গলবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন ব্লক সভাপতি। সভা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মহুয়া গোপ। সেই কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন সাংগঠনিক দুই ব্লকের কিছু নেতৃত্ব। অবিলম্বে তারা এই যোগদান প্রত্যাহারের ডাক দিয়েছেন। যদিও এই বিষয়ে জেলা সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।