P.M. Narendra Modi: আবারও ঘাসফুল শিবিরের বিরুদ্ধে কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর গলায়
P.M. Narendra Modi: আবারও ঘাসফুল শিবিরের বিরুদ্ধে কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর গলায়
গোটা দেশজুড়ে তৃণমূল পনেরোটার বেশি সিট পাবে না। যেসব মানুষের কাছ থেকে তৃণমূল তোলাবাজি করেছে তার পুরোপুরি হিসাব হবে এবং মোদি গ্যারান্টি দিচ্ছে সেই টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহটটো বিধানসভার শ্যামনগর ফুটবল ময়দানে প্রকাশ্য জনসভায় তৃণমূলকে কটাক্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায় এবং রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভায় অংশগ্রহণ করেন। মঞ্চে উঠে প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতেই বলেন তৃণমূল পনেরোটার বেশি গোটা দেশের মধ্যে সিট পাবে না। অন্যদিকে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেসের যা অবস্থা তাতে হাফ সেঞ্চুরিও পার করতে পারবে না। সেই কারণে এ বছর একমাত্র সরকার গড়তে পারে বিজেপির এনডিএ সরকার। পাশাপাশি বাম মোর্চার লাল ঝান্ডা বিলীন হয়ে গেছে বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে এনডিএ সরকারে এলে দেশে আরও উন্নয়ন হবে। তৃণমূল যেভাবে তোলাবাজি করেছে আর মহিলাদের উপর অত্যাচার করেছে তাতে এবার সাধারণ মানুষ তৃণমূলকে সাজা দিতে চায়। গ্রাম কিংবা শহর সবাই একই কথা বলছে এইবার মোদি সরকার। তিনি বলেন, কৃষ্ণনগর এবং রানাঘাটে সাধারণ মানুষকে গ্যারান্টি দিচ্ছে যেখানে যেখানে তৃণমূল তোলাবাজি করেছে সেই টাকার হিসাব নেওয়া হবে। এবং সেই টাকা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। সিএএ নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, তৃণমূল যতই চেষ্টা করুক সিএএ লাগু হওয়া থেকে আটকাতে পারবেনা। সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য অধিকার পাবে। তিনি বলেন তৃণমূল কখনও সাংবিধান মেনে কাজ করে না। সন্দেশখালীর ঘটনা নিও তৃণমূলকে করা আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সন্দেশখালি যে ঘটনা ঘটেছে তা তৃণমূলের প্রথম শাড়ির নেতারা সবকিছু জানত।