Siliguri Bengal Safari: তীব্র দাবদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা
Siliguri Bengal Safari: তীব্র দাবদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা
শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরাও। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারিতে পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশুও পাখীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশকিছু পরিবর্তন। তরমুজ,আপেল,কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি।পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে।গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে। তাই এখানে অবলা এই প্রাণীদের জন্য,আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে। তাই বন্য প্রাণীদের নিয়ে আগের থেকেই আরও সতর্ক রয়েছে বেঙ্গল সাফরি কতৃপক্ষ। এই মুহূর্তে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। এছাড়াও যেসব ফলে জলের পরিমান বেশী রয়েছে সেই খাবার গুলি দেওয়া হচ্ছে।