জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর
খবর সাতদিন ডেস্ক : রবিবার রাতে ই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে বিশেষ বিমানে বাগডোগরা পৌছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে ওই এলাকার বিধ্বস্তদের ত্রাণ বন্টনে তদারকি করবেন নিজে। রবিবার দুপুরে ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন ৫২ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে ।বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।ঝড়ের এই তান্ডবে জলপাইগুড়ি বাসিকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় সোশ্যাল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে লিখেছিলেন জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় প্রাণহানি আহত হওয়া এবং বাড়ি ভেঙে পড়া ও গাছ সহ একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জেলা এবং ব্লকের প্রশাসনিক মহলসহ ডিএমজি এবং কুইক রেসপন্স টিম ও পুলিশ বিভাগকে আপৎকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী ঝড়ের তান্ডবের ছবি প্রত্যক্ষ করেন। মুখ্যমন্ত্রী এই দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। এবং এ ব্যপারে জেলার প্রশাসনিক কর্তাদের অবিলম্বে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পৌঁছন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।