ভূপতিনগর তৃণমূলের হামলার মুখে এনআইএ
খবর সাতদিন ডেস্ক: ভূপতিনগরের অর্জুননগর থেকে দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে নিয়ে যাওয়ার মুখে তৃণমূল কর্মীদের হামলার মুখে পড়লেন এনআইএ আধিকারিকরা। সেই সময় তৃণমূলের মহিলা কর্মীরা গাড়ি ঘিরে ধরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এমনকী গাড়িতে ইট ছোড়া হয়। গাড়ির কাঁচ ভাঙে। গাড়িতে থাকা এনআইএর দুই আধিকারিক আহত হন। তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিদের গাড়ি থেকে নামাতে পারেননি তৃণমূল কর্মীরা। এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ জানায়। পরে অবশ্য ওই দুইজনকে নিয়ে কলকাতায় চলে যায় এনআইএ। প্রসঙ্গত ২০২২-এর ২ ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। মৃত্যু হয়েছিল তিনজনের। তৃণমূলের বুথ সভাপতি ও তাঁর ভাইদের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। গত মাসের শেষের দিকে তৃণমূলের আটজনকে কলকাতার এনআইএ দফতরে তলব করা হয়েছিল। কিন্ত ভোটে ব্যস্ত থাকার কথা জানিয়ে কেউই হাজিরা দেননি। এদিন দুইজনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময়ই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএ-এর তরফে পুলিশের কাছে ফোর্স চাওয়া হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অর্জুননগর গ্রামে পৌঁছে যায় এনআইএ। তৃণমূলের দাবি, এলাকায় বিজেপির পায়ের নিচে মাটি তৈরি করতেই ভোটের মুখে এনআইএ অভিযানে নেমেছে।