ভোটের আবহে ঠাকুরনগরে শুরু মতুয়া মহামেলা
খবর সাতদিন ডেস্ক: নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে শুরু হয়েছে মতুয়াদের ধর্মীয় মহামেলা। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল এই মেলা। এইসময় দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন ঠাকুরনগরে। ডংকা, কাঁসর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে চলে আরাধনা। অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও। পাশাপাশি এই মেলায় উপস্থিত হন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।ঠাকুর বাড়ির 'কামনা সাগরে' ডুব দেন লক্ষাধিক ভক্ত। ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা। ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই সাত দিন ধরে চলবে মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরসহ বিনাপানি দেবী অর্থাৎ বড় মা'র মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা।মতুয়া ধর্মের মহা মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।