মেয়ে হিসেবে লক্ষ্মীর পুজো করবেন অপরাজিতা, কেমন হচ্ছে পুজোর আয়োজন?
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অপরাজিতা নিজেই লক্ষ্মী প্রতিমাকে শাড়ি এবং গয়নায় সাজিয়ে তুলেছেন। লাল পাড় সাদা শাড়ি এবং মুকুট পরিয়ে তিনি দেবীর পূর্ণ সাজ সম্পন্ন করেছেন। মায়ের সাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেও সাজার সময় পাননি। ভিডিওতে দেখা যায়, পরম যত্নে ধনদেবীকে সাজানোর পর শ্রদ্ধায় ও ভালোবাসায় দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করছেন অভিনেত্রী, যেন মা লক্ষ্মী তাঁর নিজের মেয়ে।
খবর সাতদিন ডেস্ক, 16 অক্টোবর: দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর আয়োজন। বাংলার ঘরে ঘরে এই পূজা ধুমধামের সঙ্গে পালন করা হলেও, অভিনেত্রী অপরাজিতা আঢ্য এই বছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অপরাজিতার বাড়িতে জমজমাট আয়োজন হয়। বিনোদন জগতের অনেক তারকাদের সঙ্গে, বন্ধুবান্ধব ও পরিচিতরা তার বাড়িতে লক্ষ্মী পুজোয় যোগ দেন। তবে এবছর আড়ম্বরহীনভাবে এই পূজা পালন করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অপরাজিতা নিজেই লক্ষ্মী প্রতিমাকে শাড়ি এবং গয়নায় সাজিয়ে তুলেছেন। লাল পাড় সাদা শাড়ি এবং মুকুট পরিয়ে তিনি দেবীর পূর্ণ সাজ সম্পন্ন করেছেন। মায়ের সাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেও সাজার সময় পাননি। ভিডিওতে দেখা যায়, পরম যত্নে ধনদেবীকে সাজানোর পর শ্রদ্ধায় ও ভালোবাসায় দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করছেন অভিনেত্রী, যেন মা লক্ষ্মী তাঁর নিজের মেয়ে।
এই বছর আড়ম্বর না থাকার কারণ সম্পর্কে আগে থেকেই সামাজিক মাধ্যমে জানিয়ে রেখেছিলেন অপরাজিতা। তিনি বলেন, ‘‘প্রত্যেক বছর এই দিনটি বিশেষ উদযাপনের সঙ্গে পালন করি, কিন্তু এবার উদযাপন থেকে বিরত থাকছি। এই সময়ে, যখন আমাদের সমাজের রক্তমাংসের লক্ষ্মীদের প্রতি প্রতিনিয়ত অবমাননা করা হচ্ছে, তখন এই আড়ম্বরপূর্ণ পূজা খানিকটা নিরর্থক বলে মনে হচ্ছে। তাই উপাসনা থাকলেও বিশেষ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।’’
অপরাজিতার এই মানবিক সিদ্ধান্ত অনেককে ভাবিয়েছে এবং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে।