দাপটের সঙ্গে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি, বাংলাদেশের বিরুদ্ধে গড়লেন বিরল নজির
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর দাপুটে ৪৭ রানের ইনিংসের সৌজন্যে তিনি গড়লেন এক নয়া রেকর্ড। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি, যা তিনি করলেন মাত্র ৫৯৪ ইনিংসে।
খবর সাতদিন ডেস্ক, দেবপ্রসাদ মুখার্জী, ১ অক্টোবর: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর দাপুটে ৪৭ রানের ইনিংসের সৌজন্যে তিনি গড়লেন এক নয়া রেকর্ড। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি, যা তিনি করলেন মাত্র ৫৯৪ ইনিংসে। এর আগে এই রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের দখলে, যিনি ৬২৩ ইনিংসে ২৭,০০০ রান করেছিলেন। কোহলি সেই রেকর্ড ভেঙে দ্রুততম হিসেবে এই নজির গড়লেন।
বিশ্বে মাত্র ২ খেলোয়াড় এই কীর্তি করেছেন
শুধু শচীনই নয়, বিশ্ব ক্রিকেটে আর মাত্র দুই জন খেলোয়াড়ই আছেন, যাঁরা ২৭,০০০ রান করতে পেরেছেন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন বিরাট কোহলি। এর জেরেই নিজের ব্যাটিংয়ের ক্ষুরধার ফের একবার প্রমান করলেন কিং কোহলি।
যেভাবে মাইলফলক স্পর্শ করলেন কোহলি
কানপুরের এই টেস্টের আগে কোহলির দরকার ছিল ৫৮ রান, ২৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে। প্রথম টেস্টে দুই ইনিংসে মিলিয়ে ২৩ রান করার পর চেন্নাইয়ে শচীনের রেকর্ড ভাঙতে না পারলেও, কানপুরে এসে তিনি সেই কীর্তি গড়তে সক্ষম হন। যদিও বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করতে পারেননি, কিন্তু ৪৭ রানের ইনিংসটি ছিল কোহলির চেনা আগ্রাসী মেজাজে। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে এই ইনিংসের মাধ্যমে তিনি নিজের ফর্মের ইঙ্গিত দিলেন।
শচীনের যেসব রেকর্ড ভাঙতে পারেন কোহলি
ভারতীয় ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের অবদান অনস্বীকার্য। সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরির রেকর্ড এখনও তাঁর দখলে। শচীনের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদার হিসেবে বিরাট কোহলির নাম উঠে আসে। ইতিমধ্যেই কোহলির সেঞ্চুরি সংখ্যা ৮০। যদিও শচীনের রয়েছে ১০০ সেঞ্চুরি। কোহলির সাম্প্রতিক ফর্ম এবং দৃঢ় মনোভাব দেখে বলা যেতে পারে, তিনি হয়তো শচীনের এই রেকর্ডও একদিন ভাঙতে পারেন।