গরমে হাঁসফাঁস দক্ষিনবঙ্গ

খবর সাতদিন ডেক্স: আজ, বুধবার থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে। হিট-ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, আরও বাড়বে উষ্ণতা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তাহ শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার ফের ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। পাশাপাশি শনিবার বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে।

তার আগে পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কার্যত দাবদাহে জ্বলবে।

কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। দিনে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।