বয়স্করাই টার্গেট শ্রীরামপুরে গাড়ি নিয়ে অলিগলি ঘুরছে একটা প্রতারকের দল
হুগলি ষাটের ঊর্ধ্ব মঞ্জু মণ্ডল টাকা তুলতে গেলে এক যুবক সাহায্য করতে এগিয়ে আসেন। আর সাহায্যর নাম করে বদলে দেন এটিএম কার্ড। এদিকে এরপরই ওই প্রৌঢ়ার অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়। কোন্নগরের একটি এটিএম থেকে এই টাকা তোলার অভিযোগ ওঠে। ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে গিয়ে এসব দেখে তো প্রৌঢ়ার মাথায় হাত! শ্রীরামপুর থানায় অভিযোগ জানান তিনি। শ্রীরামপুর থানা ও চন্দননগর পুলিশের বিশেষ টিম ঘটনার তদন্তে নামে। শ্রীরামপুরে এই চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে উদ্ধার করা হয়েছে 200 টি এটিএম কার্ড। ৪ঠা মার্চ শ্রীরামপুর মহেশে শ্রীমতি মঞ্জু মন্ডল টাকা তুলতে যান সেই সময় সাহায্যের নাম করে এগিয়ে আসে একজন যুবক। এরপরই এটিএম কার্ডটি বদল করে নেন। এবং কোন নগর থেকে ৪০ হাজার টাকা ওই এটিএম কার্ডের সাহায্য তুলে নেওয়া হয়। পরে ব্যাংকের পাস বই আপডেট করতে যেয়ে মাথায় হাত পড়ে যায়। এবং তখনও শ্রীরামপুর থানায় অভিযোগ জানান। ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে ওই চার চাকাটিকে শনাক্ত করে পুলিশ। পরে নাকা চেকিং এর সময় শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই পাঁচজনকে। এরা হলো সনত নস্কর , রাজু বর্মন , শুভম মাল, সুবীর সেখ ও সঞ্জীব মাইতি।