সিপিএমের ইশতেহারে রুটি-রুজির কথা

খবর সাতদিন ডেক্স: লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করল সিপিএম ।এই দল বরাবরই রুটি রুজি হকের কথা এসেছে, লোকসভার নির্বাচনী ইশতেহারেও তার প্রতিফলন ঘটেছে ।আর এই বিষয়টি মাথায় রেখে নির্বাচনী ইশতেহারে প্ল্যানিং কমিশনের পুনঃ প্রতিষ্ঠা, ধনী কর্পোরেটদের কর বৃদ্ধি,  লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, পাবলিক সেক্টরে বরাদ্দ বৃদ্ধি প্রভৃতি বিষয় উঠে এসেছে। সম্প্রতি কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকার সমগ্র দেশ জুড়ে লাগু করেছে সিএএ(CAA) সিপিএম তাদের নির্বাচনী ইশতেহারে CAA -এর পাশাপাশি NRC, NPR বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে। ইশতেহারে এটাও বলা আছে ধর্মের  ভিত্তিতে দেশ ভাগ করা চলবে না, এক দেশ এক ভোটও চলবে না। গোটা দেশের রাজনীতিকে কার্যতা নাড়িয়ে দিয়েছে ইলেক্টোরাল বা নির্বাচনী বন্ড।  সিপিএম তাদের ইশতেহারে  নির্বাচনী বন্ডের দুর্নীতির তদন্তের  বিষয়টি তুলে ধরেছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়েছে মোদি সরকারের আমলে। এই বিষয়ে নির্বাচনী ইশতেহারে  সিপিএম কাশ্মীরে ৩৫ এ এবং ৩৭০ অনুচ্ছেদ পুনরুদ্ধারের পাশাপাশি অবিলম্বে কাশ্মীরে বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেছে। ডিজিটাল নজরদারির অভিযোগের ভিত্তিতে সমস্ত ধরনের ডিজিটাল নজরদারি বন্ধ করানোর প্রতিশ্রুতি রয়েছে তাদের ইশতেহারে।শক্তিশালী লোকপাল, RTI আইন চালু করার প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনী ইশতেহারে।


 ব্যুরো রিপোর্ট, খবর সাতদিন