প্রতিবাদের জের! সাতসকালে গ্রেফতার করা হল রূপা গঙ্গোপাধ্যায়কে

বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের সময় পুলিশকে আটকে রাখার অভিযোগ ওঠে। রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলের গুন্ডাবাহিনী পুলিশকে রক্ষা করতে পথে নেমেছে বলেও অভিযোগ করেন।

প্রতিবাদের জের! সাতসকালে গ্রেফতার করা হল রূপা গঙ্গোপাধ্যায়কে

খবর সাতদিন ডেস্ক, দেবপ্রসাদ মুখার্জী, ৩ অক্টোবর: রাতভর থানায় অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন। বিজেপি কর্মীদের দাবি, তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁশদ্রোণী থানায় অবস্থান নেন রূপা।

স্কুলছাত্রের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং উত্তেজনা

মহালয়ার সকালে বাঁশদ্রোণীর দীনেশনগরে একটি পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি ছিল, পে লোডারের চালককে কেন গ্রেফতার করা হয়নি, যা নিয়ে তারা থানায় বিক্ষোভ প্রদর্শন করে।

বিজেপি নেত্রী ও কর্মীদের গ্রেফতার

বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের সময় পুলিশকে আটকে রাখার অভিযোগ ওঠে। রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলের গুন্ডাবাহিনী পুলিশকে রক্ষা করতে পথে নেমেছে বলেও অভিযোগ করেন।

স্থানীয়দের উত্তেজনা ও পুলিশকে ঘিরে বিক্ষোভ

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঘাতক পে লোডারে ভাঙচুর চালায় এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ঘিরে বিক্ষোভ হয়। পাটুলি থানার ওসিকে আটকে রেখে কাদাজলে নামিয়ে প্রতিবাদ চালানো হয়।

উল্লেখ্য, বাঁশদ্রোণী অঞ্চলের দীনেশনগর এলাকা কলকাতা পৌরসভার একেবারে শেষপ্রান্তে অবস্থিত। এর কিছু অংশ রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্গত। দুর্ঘটনার সময় নিকাশির কাজ চলছিল এবং কলকাতা পৌরসভার অধীনে এক ঠিকাদারি সংস্থা রাস্তা মেরামতের কাজ করছিল। পে লোডারের চালক এখনও পলাতক, এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।