C.V.Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে
C.V.Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে
বৃহস্পতিবার রাজ ভবনের অস্থায়ী কর্মচারী একজন মহিলা চাকরির আবেদন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে কু-ইঙ্গিত করছিলেন এবং সেদিন সন্ধ্যায় চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন এবং অভিযোগকারীনির সেই ব্যবহার ভালো লাগেনি বলে অভিযোগ। খবর পেয়ে রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবন থেকে অভিযোগকারিণীকে থানায় আনা হয়। এবং হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং উল্লেখ্য ডিসি সেন্ট্রাল তিনি নিজে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলাকে। এবং তারপরই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সংবিধানের ধারা ৩৬১ এবং ধারা ৩৬১ এর সাব ধারা ২ অনুযায়ী এবং রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনরকম ফৌজদারী মামলা শুরু করা যাবে না বা তদন্ত করা যাবে না , পুলিশ রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল কে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার ও করতে পারবেন না ।
নিজের সম্পর্কে শ্লীলতাহানির অভিযোগ শুনে রাজভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস বিবৃতি দিয়ে জানিয়েছেন :- ‘সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী বর্ণনা দ্বারা ভয় পেতে চাইনা। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, ভগবান তাদের মঙ্গল করবেন। কিন্তু তারা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না’