পুজোর আগেই বাড়তি বাস দিচ্ছে সরকার, জেনে নিন কোন রুটে চলবে
চতুর্থী ও পঞ্চমীর দিন বিশেষ বাস পরিষেবা চালু থাকবে পুজো পরিক্রমার জন্য। এই উদ্যোগের ফলে পর্যটক ও স্থানীয় মানুষরা সহজেই পুজোর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখতে পারবেন।
খবর সাতদিন ডেস্ক, দেবপ্রসাদ মুখার্জী, ২ অক্টোবর: উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের সুবিধার্থে পুজোর আগে নতুন বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা NBSTC। মঙ্গলবার এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারও উপস্থিত ছিলেন।
নতুন এই বাস পরিষেবায় বর্তমানে দুটি এসি রকেট বাস কলকাতা-শিলিগুড়ি রুটে চালু হয়েছে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও, পরীক্ষামূলকভাবে কোচবিহার থেকে ফালাকাটা ও শিলিগুড়ি রুটে সিএনজি বাস পরিষেবা চালু করা হয়েছে। পরিবেশ বান্ধব এই বাস পরিষেবা পরিবহণে নতুন দিগন্তের সূচনা করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পুজোর জন্য বিশেষ পরিকল্পনা
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পুজোর সময় যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। বিমান ও রেলের ভাড়ার বৃদ্ধি মাথায় রেখে শিলিগুড়ি-কলকাতা রুটে এসি এবং নন এসি বাসের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও, পাহাড়ি এলাকায় ছোট বাস পরিষেবা চালু করা হবে, যাতে পর্যটক ও সাধারণ মানুষ পুজোর ভিড়েও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।
পুজো পরিক্রমার জন্য এসি ও নন-এসি বাসের সংখ্যা বাড়ছে
চতুর্থী ও পঞ্চমীর দিন বিশেষ বাস পরিষেবা চালু থাকবে পুজো পরিক্রমার জন্য। এই উদ্যোগের ফলে পর্যটক ও স্থানীয় মানুষরা সহজেই পুজোর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখতে পারবেন। পার্থপ্রতিম রায় বলেন, "বিমান ও রেলের ভাড়া বৃদ্ধির কারণে আমরা এসি ও নন এসি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, পর্যটকদের সুবিধার জন্য পাহাড়ি রুটে ছোট বাস চালানো হবে।"
পরিবহণ কর্মীদের বিশেষ সম্মাননা
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর পরিবহণ কর্মীদের অনুপ্রাণিত করতে বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে। চালক, মেকানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কর্মরত যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের পুরস্কৃত করা হবে এবং শংসাপত্র প্রদান করা হবে। পার্থপ্রতিম রায় বলেন, "আমাদের এই পরিষেবা তাঁদের ওপর নির্ভর করেই চলবে। ওঁদের কাজের গুণগত মান উন্নত করতেই আমরা এই পুরস্কারের ব্যবস্থা করেছি।"