নাচতে গিয়ে 'দিদি'র ধমক খেলেন রচনা, কি ঘটলো কার্নিভালের মঞ্চে?
রচনার স্টেপ মিস করা দেখে খানিক বিরক্ত হলেও, মুখ্যমন্ত্রী তাকে নিজে হাতে ডান্ডিয়া নাচ শেখাতে উদ্যোগী হন। মমতার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে খুব দ্রুতই রচনা আবারও ছন্দে ফিরে আসেন। মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে হাসিতে ফেটে পড়েন। সাংসদ রচনাও, খানিক লজ্জিত হলেও, সেই মুহূর্তকে উপভোগ করেন এবং দ্রুতই নাচের তালে তাল মিলিয়ে সবার সঙ্গে যোগ দেন।
খবর সাতদিন ডেস্ক, দেবপ্রসাদ মুখার্জী, 17 অক্টোবর: প্রখ্যাত অভিনেত্রী ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আবারও শিরোনামে এসেছেন, তবে এবার তাঁর নাচের জন্য। দুর্গাপুজো কার্নিভ্যালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অংশগ্রহণ করে রচনা বেশ মনোরঞ্জনের কেন্দ্রে পরিণত হন। অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মিলিয়ে ‘ডান্ডিয়া নাচে’ অংশ নেন তিনি। তবে নাচের স্টেপ বারবার ভুল করতে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে যান রচনা।
রচনার স্টেপ মিস করা দেখে খানিক বিরক্ত হলেও, মুখ্যমন্ত্রী তাকে নিজে হাতে ডান্ডিয়া নাচ শেখাতে উদ্যোগী হন। মমতার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে খুব দ্রুতই রচনা আবারও ছন্দে ফিরে আসেন। মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে হাসিতে ফেটে পড়েন। সাংসদ রচনাও, খানিক লজ্জিত হলেও, সেই মুহূর্তকে উপভোগ করেন এবং দ্রুতই নাচের তালে তাল মিলিয়ে সবার সঙ্গে যোগ দেন।
রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রবেশের পর থেকে বিভিন্ন কারণে বারবার সমালোচিত হয়েছেন। কিছুদিন আগেই বন্যা কবলিত এলাকা থেকে ফেরার সময় তাঁর হাতে কচু থাকায় সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। এছাড়াও, "কুইন্ট্যাল কুইন্ট্যাল জল" মন্তব্য এবং অন্যান্য বিতর্ক তাঁর পথ সহজ করে দেয়নি।
তবে, মহাষ্টমীর অঞ্জলির দিন রচনা অনশনকারীদের উদ্দেশে একটি মানবিক বার্তা দেন, যেখানে তিনি তাঁদের কষ্টের কথা উল্লেখ করে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পুজোর চারটে দিন সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। তাই, তাঁদের পরিবারের কথা ভেবে দ্রুত পুজোর আমেজে ফেরা উচিত।” তাঁর এই বক্তব্য নিয়েও নানান মহলে আলোচনা সৃষ্টি হয়।