IPL 2024: ফের মুখোমুখি লড়াইয়ে কেকেআর-এর দুই প্রাক্তন আধিনায়ক
IPL2024: ফের মুখোমুখি লড়াইয়ে কেকেআর-এর দুই প্রাক্তন আধিনায়ক
সোমবারের ম্যাচে ইডেনের জনসমর্থনও দুভাগ হয়ে যেতে পারে। অন্তত হাওয়া বলছে, একদল কেকেআরকে সমর্থন জানাবে অন্য দল ঘরের ছেলের দলের সাফল্য কামনা করবেন। এমন পরিস্থিতি নতুন নয়। এর আগেও হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন খেলতেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। ইডেনে গৌতম গম্ভীরের কেকেআর দেখেছিল গ্যালারির ভিন্ন রূপ। এ বারও সৌরভ ও গম্ভীর, ভূমিকা ভিন্ন। পরিস্থিতি যে এমন হতে পারে, মানসিক ভাবে প্রস্তুত নাইট শিবির। ২০১২ সালের ৫ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়স ম্যাচের স্বপ্নভঙ্গ হয়েছিল। সময় বদলেছে সেই সময়ের পুনে অধিনায়ক সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর। কিন্তু কী আশ্চর্য সৌরভে এখনও মোহিত ইডেন। এদিন দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে এলেন সৌরভ। তার সঙ্গে গোটা বাংলা থেকে সৌরভ অনুরাগীরা। ইডেনে স্বপ্নভঙ্গের ইঙ্গিতও মিলল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোশ পরে বিকেল থেকেই ব্যানার নিয়ে ইডেনের সামনে দিল্লি ক্যাপিটালস দলের অপেক্ষায় ছিলেন মহারাজের ভক্তরা। সৌরভকে দেখেই ওঠে দাদা-দাদা স্লোগান। তবে আবেগ শুধু দাদাকে ঘিরে নয়, বাংলার অনুরাগীদের একাংশের দিল্লিকে সমর্থন করার পিছনে থাকবেন অভিষেক পোড়েল এবং মুকেশ কুমারও। এরা দুজনই কেকেআর-এর ব্রাত্য। কিন্তু দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজির সাফল্যের অন্যতম দুই কারিগর। এই দুই বাঙ্গালির দিকে তাকিয়ে দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা। কেকেআর-এর প্রধান দুর্বলতা তাঁদের স্পেস অ্যাটাক। এদিকে দিল্লির হয়ে বল হাতে ফুল ফোটাচ্ছেন মুকেশ। ইডেনে ৯টি ম্যাচের সাতটিতেই হেরেছে দিল্লি। সৌরভের দলের প্লে অফে টিকে থাকতে গেলে জেতা ছাড়া গতি নেই । অন্য ম্যাচে নাইটদের সাপোর্ট করলেও এই ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালস। যদিও অনেকে আবার কলকাতাকেই সাপোর্ট করবেন। কলকাতা নামের পাশাপাশি আছে শাহরুখ খান মায়া যে। এদিন শাহরুখ ইডেনে দলের অনুশীলনে এলেন শুধু না হালকা ব্যাটিং করলেন। শেষ কবে কিং খানকে নাইট অনুশীলনে দেখা গিয়েছিল সেটা মনে করতে পারছে না কেউই। সোমবার ম্যাচেও থাকবেন। যদিও মাঠে কলকাতা বনাম দিল্লি লড়াই থেকে দাদা বনাম বাদশাহ লড়াইয়ের দিকে চোখ সকলের। ইডেনের সমর্থন ভাগ হবে এটা জানেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতও। তিনি বলেন, ‘সৌরভ একজন আইকন। দেশের জন্য, রাজ্যের জন্যও। ওর জন্য ইডেন ভাগ হতেই পারে। এটা ওর প্রাপ্য। তবে আমরা সেদিকে ফোকাস করতে চাই না। দর্শকরা যেদিকে খুশি সমর্থন করতে পারে।আমাদের পক্ষে যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাই করছি। নেগেটিভ বিষয় নিয়ে ভাবছি না। এটাও মাথায় রাখতে হবে ৮ ম্যাচে মাত্র তিনটিতে আমরা হেরেছি। ব্যক্তিগত কারও কথা আলাদা করে বলা ঠিক নয়। ব্যাটিং, বোলিং ভালো হচ্ছে বলেই তো এই জায়গায় এসেছি।' মিচেল স্টার্ক খেলতে পারবেন কিনা সেটা ম্যাচের আগেই জানা যাবে। নেটিজেনদের মতে, ওপেনিং-এ সল্ট ও নারিনের পর কেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ারকে নামানো হচ্ছে। যদি রান রেটকে বাড়াতে হয় তাহলে সেই জায়গায় রাসেল ও রিংকুকে নামানো উচিত।