উলুবেড়িয়ার বীরশিবপুরে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে কারখানায় ব্যাপক বিক্ষোভ
শুক্রবার সেকেন্ড শিফটে ওই ঘটনা ঘটলেও শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শনিবার বিকেল থেকে মৃত শ্রমিকের দেহ নিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ দেখায় অন্য শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর সাতদিন ডেস্ক, 20 অক্টোবর: উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার একটি কারখানায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কারখানায় বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিকরা।
বীরশিবপুর শিল্প তালুকের একটি কারখানায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সুরজিৎ সামন্ত (৩০)। বাড়ি হাওড়ার কুলগাছিয়ায়। শুক্রবার সেকেন্ড শিফটে ওই ঘটনা ঘটলেও শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শনিবার বিকেল থেকে মৃত শ্রমিকের দেহ নিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ দেখায় অন্য শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের শিফটে কাজে যোগ দেন সুরজিৎ। কারখানার শ্রমিকরা জানান রাত ৯টা নাগাদ মেশিনে কাজ করার সময় সুরজিৎ বিদ্যুৎপৃষ্ট হন। অন্য এক শ্রমিক তাকে বাঁচাতে এসে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনার পর সুরজিৎ ও তার সহকর্মীকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, শনিবার বিকেলে সুরজিতের মৃতদেহ কারখানায় নিয়ে এলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান কারখানার অন্যান্য শ্রমিকরা। তাঁদের দাবি, পরিবারের একমাত্র উপার্জনকারী সুরজিতের মৃত্যুতে তাঁর পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে, কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেন বলে জানা গেছে। তবে, কি কারণে মেশিনে ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।